চট্টগ্রাম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আরাকান আর্মি ধরে নেয়ার এক মাসেও ফেরেননি ৪ জেলে

উখিয়া সংবাদদাতা

১৪ ডিসেম্বর, ২০২৪ | ১১:০৪ অপরাহ্ণ

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার এক মাস পরও ফেরেননি উখিয়ার চার জেলে।

 

শনিবার (১৪ ডিসেম্বর) তাদের ফিরে না আসার বিষয়টি নিশ্চিত করেছেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

 

বাড়িতে না ফেরা চারজন হলেন পূর্ব ফারিরবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউসুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসসলাম ও মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে ইউসুফ জালাল।

 

জানা যায়, গত ১৩ নভেম্বর বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের পাঁচ জেলে সীমান্তের নাফনদীতে মাছ ধরতে যান। তারা ১৪ নভেম্বর সকালে ফেরার কথা থাকলেও ফেরেননি। এরমধ্যে জানজানি হয়, তাদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ১৬ নভেম্বর সকালে নাফনদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় পালংখালী ইউনিয়নের আন্জুমানপাড়ার মরহুম মোহাম্মদ হোসেনের ছেলে ছৈয়দুল বশরের লাশ। লাশটি ধরে নিয়ে যাওয়া পাঁচজনের একজন।

 

ইউসুফের বাবা মনজুর আলম বলেন, এক মাস হয়ে গেলেও তাদের কোনো প্রকার খোঁজখবর পাওয়া যাচ্ছে না। প্রশাসনও কিছু জানায়নি। ছেলে জীবিত নাকি মারা গেছে এ চিন্তায় চোখের পানি ফেলা ছাড়া কোনো উপায় দেখছি না।

 

সাইফুলের বাবা জিয়াবুল হক বলেন, আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার পর থেকে আমার ছেলেসহ সকলকে হত্যা করা হয়েছে বলে শোনা যাচ্ছে। একজনের লাশ পাওয়াও গেছে। এত দিন হয়ে গেল ছেলের খোঁজ পাচ্ছি না।

 

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, চারজনকে ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ অব্যাহত রাখা হলেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। এ চারজনের ভাগ্যে কি ঘটেছে তা বলা মুশকিল। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে আরাকান আর্মির সাথে যোগাযোগ করে তথ্য জানা জরুরি। নিখোঁজ চারজনের পরিবারের সদস্যরা এখন উৎকণ্ঠায় রয়েছেন।

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট