চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া নছিমনের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন আহত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কের পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-রাঙামাটি জানালীহাট ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হল- অটোরিকশা যাত্রী মো. মেহরাব (৭), মো. মামুন (৩৩) ও চালক জমির উদ্দিন (২৮)। এদের মধ্যে মেহরাবের মুখে মারাত্মক জখম হয়েছে। এছাড়া নছিমন চালক সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেলেও তার নামপরিচয় জানা যায়নি।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় একটি মালবাহী নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। হাটহাজারী থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ওই নছিমনকে ধাক্কা দিলে অটোরিকাশায় থাকা শিশুসহ তিনজন আহত হন।
এ বিষয়ে আহত মো. মামুন বলেন, হাটহাজারীর বোনের শ্বশুরবাড়ি থেকে বোনকে নিয়ে রাউজান উপজেলার ডাবুয়ার কান্দিপাড়া যাচ্ছিলাম। উল্টে যাওয়া নছিমনের সঙ্গে ধাক্কা লেগে আমার ভাগিনাসহ আমরা আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হসপিটালে আনার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশু গুরুতর আহত হওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে। আহতদের হাসপাতালে পাঠান স্থানীয়রা।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ