চট্টগ্রাম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে ১৫০ লিটার মদসহ ২ বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

১৪ ডিসেম্বর, ২০২৪ | ১২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে চোলাই মদসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ।

গ্রেপ্তারকৃতরা হল- আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট সর্দার পাড়ার মৃত গৌরাঙ্গ সর্দারের ছেলে শ্যামল সর্দার বাচা (৩৫) ও একই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে মো. আনোয়ার হোসেন রোশন (৫৩)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই জনকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট