চট্টগ্রামের লোহাগাড়ার অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন কলাউজান ব্লাড গ্রুপের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর)।
উপজেলার উত্তর কলাউজান খালাদাদ খান দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির তত্ত্বাবধান করেন সংগঠনের এডমিন মো. সাইফুল ইসলাম সাঈদ, মো. শফিকুর রহমান, মোয়াজ্জেম মাহি, মডারেটর নাজমুস সাকিব, সাঈদ, কার্যকরী সদস্য শহিদ, শরিফ, লুৎফর রহমান, সহ-কার্যকরী সদস্য মো. জাহিদ ইলিয়াস এইচ খান।
উক্ত শিবিরে চিকিৎসাসেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের লিভার বিভাগের রেজিস্ট্রার ডা. মোহাম্মদ মোমিনুল ইসলাম, ডা. আসিফ আহমদ শোভন, ডা. মো ইমরুল ইসলাম, ডা. সাদিয়া জাহান মেরী, ডেন্টাল সার্জন নুসরাত জাহান শেফা। আজকের কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন ৪৮০ জন নারী-পুরুষ। রক্তের গ্রুপ নির্ণয় করেন প্রায় ১০০ জন।
চিকিৎসা শিবির পরিদর্শন করেন সাংবাদিক সাত্তার সিকদার, মেম্বার আব্দুস সাত্তার, আইয়ুব আলী আনসারী, আব্দুর রহিম, মনির সওদাগর, দেলোয়ার সাওদাগর, জাফর সাওদাগর ব্যবসায়ী, সাইফুল ইসলাম বদি সাওদাগর, মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গীর, কুতুব উদ্দিন, কায়সার হামিদ প্রমুখ। এ সময় সংগঠনের এডমিন, মডারেটর, কার্যকরী ও সহ-কার্যকরী সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ