চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কুতুবদিয়ায় দু’দফায় ১২ রোহিঙ্গা আটক

কতুবদিয়া সংবাদদাতা

১২ ডিসেম্বর, ২০২৪ | ৯:০০ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় শিশুসহ পৃথকভাবে ১২ জন মায়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটক করেছে যৌথ-বাহিনী।
গোয়েন্দা সূত্র জানায়, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সাগর পথে ট্রলার যোগে ২০/২৫ জন মায়ানমার নাগরিক উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মাতবর পাড়ার মৃত ওয়াহিদুজ্জামানের ছেলে মো. মানিকের বাড়িতে আশ্রয় নেয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে ল্যাপটেনেন্ট কমান্ডার আব্দুর রহিম আল আমিনের নেতৃত্বে কোস্ট গার্ডসহ ওই এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১২-ডিসেম্বর) সকাল ১০টার দিকে ১ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৫ জন শিশুসহ ৯ জনকে আটক করা হয়। এর আগের দিন (বুধবার) বিকেলে পুলিশ ৩ জনকে আটক করেছে বলে জানা গেছে।
সূত্র আরো জানায়, আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য দালালের সাথে জনপ্রতি ১৫ হাজার টাকা চুক্তিবদ্ধ হয়েছিল। চুক্তির কয়েকজনকে নিয়ে দালালচক্র কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হলেও আটককৃতদের কুতুবদিয়া রেখে চলে যায়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের আটকের পর থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। পরে বিধি মোতাবেক পুলিশ পাহারায় তাদের ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে।
পূর্বকোণ/হাসান/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট