চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশ দোহাজারীতে অটোরিকশাসহ ৩ ছিনতাইকারী আটক

অনলাইন ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৮ অপরাহ্ণ

চন্দনাইশ উপজেলার দোহাজারী সদর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় ৩ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। বুধবার ( ১১ ডিসেম্বর) দুপুরে ৩ ছিনতাইকারী কৌশলে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে গণধোলাই দেয়।

 

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ৩ ছিনতাইকারী পটিয়া হরিণখাইনের এয়াকুব আলীর ছেলে হাসান আলী (৩১), কালুরঘাট এলাকার আবুল খায়েরের ছেলে মো.আলমগীর (৪২), টেকনাফের জাহেদ হোসেনের ছেলে মোহাম্মদ শাকিলকে (১৯) পুলিশের নিকট সোপর্দ করে।

 

পুলিশ অটোরিকশাসহ ৩ ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ছিনতাইকারীদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চন্দনাইশ থানায় জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন।

 

তিনি বলেছেন, খবর পেয়ে পুলিশ ছিনতাইকৃত অটোরিকশাসহ ৩ ছিনতাইকারীকে আটক করে। তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা রেকর্ড করে আজ ১২ ডিসেম্বর আদালতে প্রেরণ করা হবে।

 

 

পূর্বকোণ/দেলোয়ার/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট