চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে আগুনে পুড়ল ১২ বসতঘর

রাউজান সংবাদদাতা

১১ ডিসেম্বর, ২০২৪ | ৬:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে প্রতিবন্ধীর ঘরসহ ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার সময় উপজেলার ১০ নম্বর পূর্বগুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহাজন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

এই ঘটনায় তিন প্রতিবন্ধীসহ ১২ পরিবারের স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকাসহ অন্তত ৪০ লাখ টাকা ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান। আগুনের সূত্রপাত কিভাবে তা নিশ্চিত করতে পারছেন না কেউ।

 

ক্ষতিগ্রস্তরা হচ্ছেন- ডা. কানন মহাজন, বাবু মহাজন, রত্না মহাজান, সুনিল মহাজন, গোপাল মহাজন, রাজীব মহাজন, মিলন মহাজন, এ্যানি মহাজন, ঝর্না মহাজন, প্রিয়াঙ্কা মহাজন, কৃষ্ণা মহাজন, সীতা মহাজন।

 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক পরিচালক রতন মহাজন জানান, মঙ্গলবার গ্রামের বাড়িতে গিয়ে রাত্রি যাপন করি। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার বিষয়টি টের পেয়ে ছুটাছুটি করি। এতে গ্রামের হিন্দু, মুসলিম, বৌদ্ধরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলে আমার বসতঘরটি কোনমতে রক্ষা পায়। তবে বুধবার ভোরের দিকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

 

বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের আরেক সদস্য ডা. কানন মহাজন বলেন, ঘুমন্ত অবস্থায় পার্শ্ববর্তীদের চিৎকার করার পর আগুনের বিষয়টি টের পেয়ে কোনমতে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পাই। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা নিশ্চিত করে বলতে পারছি না।

 

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। এছাড়াও রাউজান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও কম্বল প্রদান করেন পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী ও সংরক্ষিত ইউপি সদস্য আশরিফা করিম রোজি।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট