বান্দরবানে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের সাঙ্গু নদীর মারমা বাজার ঘাট এলাকা থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে শহরের কাছে কালাঘাটার ফেন্সি ঘোনার গভীর জঙ্গল থেকে অর্ধগলিত আরও একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা দুটি লাশের এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশগুলো উদ্ধার করে পরিচয় নির্ধারণের জন্য ডিএনএ সংগ্রহ করেছে। ২৪ ঘন্টার ব্যবধানে দুটি অজ্ঞাত লাশ উদ্ধার হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক উৎকন্ঠা তৈরি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে ফেন্সি ঘোণার কাছে মুসলিম পাড়ার পাহাড়ের নিচে একটি অর্ধগলিত লাশ দেখতে পায়। ওই জায়গাটি সাবেক পৌর কাউন্সিলর নূর মোহাম্মদের বলে জানা গেছে। লাশটি পচে অধিকাংশ জায়গায় কঙ্কাল বের হয়ে রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে সেখান থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ লাশটির ডিএনএ সংগ্রহ করেছে। ময়নাতদন্তও সম্পন্ন করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আশপাশে কোন নিখোঁজের সংবাদ নেই। পুলিশ কোন ক্লুু বের করতে না পারলেও স্থানীয়রা মনে করছেন সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে ওই ব্যক্তি খুন হয়ে থাকতে পারে। সাবেক পৌর কাউন্সিলর নূর মোহাম্মদসহ আশেপাশের লোকজনদের পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
এদিকে এ ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার দুপুরে সাঙ্গু নদী থেকে উদ্ধার করা হয় আরও একটি অজ্ঞাতনামা লাশ।
পুলিশ জানিয়েছে, লাশটির বয়স ২৪ থেকে ২৫ বছর। পরনে কোন কাপড় ছিল না। কোন পরিচয় পাওয়া না গেলেও এটি পাহাড়ি সম্প্রদায়ের লাশ। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সাঙ্গু নদীর উজান থেকে লাশটি কিভাবে মারমা বাজার ঘাট পর্যন্ত আসলো এটি নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করা দুটি লাশেরই কোন পরিচয় পাওয়া না যাওয়ায় স্থানীয়রা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ মোশাররফ জানিয়েছেন, উদ্ধার করা লাশগুলোর পরিচয় উদ্ধারে পুলিশ সচেষ্ট রয়েছে। ইতিমধ্যে পরিচয় সনাক্তে লাশের ডিএনএ (পরিচয় সনাক্তকরণ উপাদান) সংগ্রহ করা হয়েছে। এছাড়া ক্লু নির্ধারণে পুলিশ কাজ করে যাচ্ছে।
পূর্বকোণ/পিআর/পারভেজ