মানবাধিকার সংগঠন ‘অধিকার’ কক্সবাজার শাখা জেলার বিভিন্ন স্থানে মানবাধিকার দিবস পালন করেছে। গুম, খুনসহ নানা অপরাধের বিচার দাবি করে তারা মানববন্ধন ও র্যালি করে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘অধিকার’ এর ব্যানারে কক্সবাজারের গুম (বট) গাছতল মোড় থেকে বের হওয়া র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন গুমের শিকার পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্রজনতা ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানবাধিকার সংগঠন অধিকারের কক্সবাজারের এইচ আর ডি রকিয়ত উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও মানবাধিকার কর্মী স.ম ইকবাল বাহার চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সেসব ঘটনার বিচার হওয়া উচিত। মানবাধিকার রক্ষায় সকলের সাম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
গুমের শিকার মহেশখালী উপজেলার কালারমার ছড়ার বাসিন্দা ভিকটিম আয়ুব আলীর ভাগিনা ইয়াছিন আরাফাত বলেন, আমার মামাকে আইনশৃঙ্খলা বাহিনী ঘর থেকে ধরে ৯ দিন গুম করার পর পাহাড় থেকে অবৈধ অস্ত্র দিয়ে আটক দেখিয়ে ফাঁসিয়েছে। এই মামলা এখনো চালাতে হচ্ছে। আমরা মামলাগুলো প্রত্যাহারসহ এ কাজে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এতে আরও বক্তব্য রাখেন মানবধিকার কর্মী ডলি সুলতানা, সাংবাদিক তারেক আজিজ, আজিম সোলতান, কপিল বিন আমির, নোমান, বদিউল আলম, এমরুল এহেসান, ইমরান নাজির, নুরুল ইসলাম, নুর নবী প্রমুখ।
মানববন্ধনে অন্যান্য বক্তারাও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ