চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আজকের জয়িতারাই আগামীতে নারী উন্নয়নে নেতৃত্ব দেবেন: ডিসি সালাউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি

৯ ডিসেম্বর, ২০২৪ | ৯:১০ অপরাহ্ণ

নারী মুক্তির পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে কক্সবাজারে বিভিন্ন কর্মসূচির আয়োজন পালিত হয়েছে।

 

সোমবার (৯ ডিসেম্বর)  “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বেগম রোকেয়ার স্বপ্ন ছিল নারী-পুরুষ সমতা। তার এই স্বপ্নকে বাস্তবায়িত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।”

 

তিনি আরও বলেন, “আজকের জয়িতারাই আগামী দিনে নারী উন্নয়নে নেতৃত্ব দেবেন।”

 

অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাস বলেন, “বেগম রোকেয়া শুধু বাংলাদেশ নয়, বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা। তার আদর্শকে বাস্তবায়িত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।”

 

এদিন জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে সাতজন নারী উদ্যোক্তাকে শ্রেষ্ঠ জয়ীতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট