চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট কার থামিয়ে ডাকাতিকালে ডাকাতের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। রবিবার (৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার টাঙাইলের মীর্জাপুর থেকে মো. নুরজামান নামক এক ব্যক্তি প্রাইভেট কার নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় দিবাগত রাত ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা অতিক্রমকালে একদল ডাকাত কার লক্ষ্য করে লোহার পাত ছুড়ে মারে। এতে কার চালক গাড়িতে কোন সমস্যা হয়েছে মনে করে কার থামালে ডাকাতরা অতর্কিতে আক্রমন করে নুরুজ্জামান ও তার গাড়ি চালককে জিম্মি করে ফেলে। পরে তাদের সাথে থাকা ব্যবসায়িক টাকা, মোবাইলসহ মূল্যবান সরঞ্জাম লুট করে নেয়।
এসময় ভুক্তভোগিরা চিৎকার শুরু করলে পাশ দিয়ে থানার টহল টিম যাওয়ার সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ডাকাতরা। এতে নিজেদের গুলিতেই মো. রাশেদ (২৬) নামক এক ডাকাত গুলিবিদ্ধ হয়।
পরে পুলিশ গুলিবিদ্ধ ডাকাতকে আটক ও তার কাছ থেকে লুটকৃত ৯ হাজার টাকা, ৪টি মোবাইল, ধারালো ছোরা, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
গুলিবিদ্ধ ডাকাত রাশেদকে প্রথমে সীতাকুণ্ড হাসপাতাল ও পরে চমেকে স্থানান্তর করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাশেদ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি গ্রামের বাদশা আলমের পুত্র।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ডাকাতরা পুলিশকে গুলি করতে গিয়ে নিজেদের সঙ্গী রাশেদকে গুলি করে দেয়। পরে হাসপাতালে নিলেও রক্তক্ষরণ জনিত কারণে তার মৃত্যু হয়। এ ঘটনায় ডাকাতির শিকার হওয়া নুরুজ্জামান বাদী হয়ে থাকায় মামলা দায়ের করেছেন।
পূর্বকোণ/এমটি/পারভেজ