চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কুতুবদিয়ায় অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃত্যু

কুতুবদিয়া সংবাদদাতা

৮ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ জরিনা খাতুন (৭২) নামের এক বৃদ্ধা মারা গেছেন।

 

আজ রবিবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

 

নিহত ওই বৃদ্ধা উপজেলার লেমশীখালি ইউনিয়নের পেয়ারা কাটা এলাকার মমতাজুল ইসলামের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছেলে আবু তৈয়ব জানায়, বৃহস্পতিবার সকালে তার বৃদ্ধা মা বাড়ির এলপি গ্যাসের চুলোয় রান্নার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় চুলার চাবি বন্ধ করার একপর্যায়ে আকস্মিক আগুনের শিখা বৃদ্ধা জরিনার কাপড়ে লাগে। তৎক্ষণাৎ আগুন নেভাতে ব্যর্থ হওয়ায় শরীরের এক চতুর্থাংশ পুড়ে যায় তার।

 

পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেকে রেফার করেন।

 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। চমেকে ময়নাতদন্ত শেষে বৃদ্ধার মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট