কক্সবাজারের দক্ষিণ ডিকপাড়া এলাকা থেকে অবৈধ অস্ত্রব্যবসায়ী খালেকসহ তার দুই সহযোগীকে আটক করে র্যাব। রবিবার (০৮ ডিসেম্বর) মধ্যরাতে র্যাব-১৫ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় এলজি পিস্তল এবং ৭০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ীরা হলেন, কক্সবাজার পৌরসভার এসএম পাড়ার মৃত লোকমান হাকিমের পুত্র আব্দুল খালেক (২৯), বড় মহেশখালীর রশিদ মিয়ার পুত্র মো. আব্দুল্লাহ আল নোমান (২৫) এবং কক্সবাজার সদরের দক্ষিণ ডিকপাড়ার মৃত ছুরুত আলমের পুত্র অছিউর রহমান (৫৭)।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত অপরাধী চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অন্যান্য গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে। খালেকের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ৮টি, নোমানের বিরুদ্ধে মহেশখালী থানায় ৭টি এবং ছুরুত আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ১টি মামলা বিচারাধীন রয়েছে।
র্যাব সূত্রে আরও জানা যায়, তারা মহেশখালী থেকে অস্ত্র সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে মজুদ রাখত এবং পরবর্তীতে রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি করত।
র্যাব কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, অবৈধ অস্ত্র ব্যবসা এবং সংঘবদ্ধ অপরাধের মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/এমটি/পারভেজ