চট্টগ্রামের রাউজান সরকারি কলেজ মাঠে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা বন্ধ, পণ্ড, বানচালের যড়যন্ত্র ও অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কলেজটির প্রাক্তন ছাত্র পরিষদ।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টায় রাউজান কলেজ মাঠে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক সাইদ বিন আমান রানা। এ সময় নানা অভিযোগ ও বিস্তারিত তথ্য তুলে ধরেন মেলা উদযাপন পরিষদের আহবায়ক ছৈয়দ মঞ্জুরুল হক।
সংবাদ সম্মেলনে অভিযোগে করা হয়, বিজয় মেলাকে ঘিরে রাউজান সদর ও আশে-পাশে সর্বমহলে একটি উৎসব দেখা দিয়েছে। কিন্ত ইতোমধ্যে বিভিন্ন অনুমতি সাপেক্ষে মেলার সার্বিক কার্যক্রম এগিয়ে গেলেও চিহ্নিত আওয়ামী লীগের দোসররা এ মেলা পণ্ড ও বানচালের লক্ষ্যে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইতোমধ্যে উপজেলা কার্যালয়ের সামনে একটি মারামারিকে মেলা কেন্দ্রিক হিসেবে অপপ্রচার করছে আওয়ামী লীগের দোসর গোষ্ঠীটি। তারা ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করতে চায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনের বলা হয় ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন আবু মোহাম্মদ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করার তার ছবি ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে।
সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করা হয়, মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলাকে পণ্ড বা বানচাল করার অসৎ উদ্দেশ্যে রাজনীতিককরণ করা হচ্ছে। বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কোনো রাজনৈতিক দলের নয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, পূর্বে আবেদনের প্রেক্ষিতে গত ১৯ নভেম্বর রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ শর্ত সাপেক্ষ কলেজ মাঠের অনুমতি প্রদান করেন। এরপর গত ২৫ নভেম্বর জেলা প্রশাসকের নিকট বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি প্রার্থনা করে আবেদন করা হয়।
সংবাদ সম্মেলনে রাউজান উপজেলা প্রশাসনের রহস্যজনক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাউজান সরকারি কলেজ প্রাক্তন ছাত্র পরিষদ ও সাধারণ মানুষ মিলে যেকোন ষড়যন্ত্র নস্যাৎ করে মুক্তিযুদ্ধের বিজয় মেলা করা হবে বলে উল্লেখ করে বলেন, বিগত স্বৈরাচার সরকার ইতিহাস বিকৃত করে মহান মুক্তিযুদ্ধকে কলংকিত করেছিল। আমরা সেখান থেকে বের হয়ে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের বীরত্বগাথা ইতিহাস মানুষের কাছে তুলে ধরা এবং সকল শহীদদের স্মরণে আমাদের এই বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানানোর জন্যই আমাদের এই আয়োজন।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক ছৈয়দ মঞ্জুরুল হক, প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা সৈয়দ তৌহিদুল ইসলাম, মেলা উদযাপন পরিষদের রাসেল খান, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মো. শাহাদাত হোসেন মির্জা, হাসান বাহাদুর, প্রাক্তন ছাত্র পরিষদের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ রুবেল, সাইফুল হোসাইন সায়েম, মিজান উদ্দিন চৌধুরী রিপন, পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, লিমন চৌধুরী বাপ্পা, সৈয়দ তৌহিদুল আলম, আরিফুল ইসলাম, সৈয়দ ফয়সাল রনি, মোহাম্মদ পিংকু, সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না, মো রিদুয়ানুর হক, শাকিল হেসেন তালুকদার, টিপু দে, মো. আসাদ, মোরশেদুল ইসলাম রনি, আজম, মো. রিয়াজ, কে এম ফাহাদ, মো. নিজাম উদ্দিন, মো. রহিম, মো. রনি, কামরুল ইসলাম, জসিম উদ্দিন, মো. আলিফ, মো. ইসহাক, মেজবাহ, তানবীর প্রমুখ।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ