চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার দায়ারঘাটায় ট্রাকের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিক্সা চালক নিহত হয়েছেন। তার নাম আব্দুল কাদের (৩৩)। তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারির টবাকুর পোর্টলিংক সংলগ্ন এলাকার আবদুস ছগিরের ছেলে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকালে সিএনজি অটোরিক্সাটি সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে অটোরিক্সা চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ শনাক্তকারী নিহতের মামা মো. সাইফুল ইসলাম বলেন, আমার ভাগ্নের সাথে ভোরেও কথা হয়েছিল।
রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, নিহতের স্বজনেরা এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের দুই মেয়ে সন্তান রয়েছে।
পূর্বকোণ/জাহেদ/এএইচ