চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

চকরিয়া সংবাদদাতা

৬ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাগের হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।

 

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে।

 

নিহত জাগের হোসেনকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছয়কুড়ি টিক্কা এলাকার আবদুল কাদেরের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বিকালে ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে ছুরিকাঘাতে আহত হয়ে জাগের হোসেনকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে উদ্ধার করে সরকারি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত জাগের হোসেনের পিতা আবদুল কাদের জানান, আমাদের সাথে কারো শত্রুতা নেই। কেন দিনদুপুরে আমার ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করেছে জানি না।

 

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইয়াসিন মিয়া জানান, নিহত যুবকের পাঁজরের বাম পাশে ও রানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট