চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল জব্দ

সীতাকুণ্ড সংবাদাতা

৫ ডিসেম্বর, ২০২৪ | ৮:২৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন এবং জাটকা সংরক্ষণ অভিযানে ৫ টি চিংড়ি পোনার জাল,৩ টি বেহুন্দী জাল ও ২০ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল সাড়ে আড়ােইটা পযন্ত সীতাকুণ্ড-সন্দ্বীপ চ্যানেলের কুমিরা থেকে শুরু করে সলিমপুর ইউনিয়ন পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের সম্বনয়ে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে জব্দকৃত বিভিন্ন রকম অবৈধ জাল কুমিরা ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ, উপজেলা মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী মোঃ জাফর প্রমুখ।

পূর্বকোণ/সৌমিত্র/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট