চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে বাইক থেকে ছিটকে পড়া ২ যুবককে পিষে দিল কাভার্ডভ্যান

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

৫ ডিসেম্বর, ২০২৪ | ৭:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকামুখী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাইক থেকে দুই যুবক ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় কাভার্ড ভ্যানটি তাদের শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশান অফিসার মো. আব্দুল্লা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায় নি। ঘটনাস্থলে আমাদের কর্মীরা কাজ করছেন।

বারআউলিয়া হাইওয়ে থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ আব্দুল মমিন বলেন, ঘটনার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট