চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলার শিকারপুর ইউনিয়নে অগ্নিকাণ্ড ৫ টি দোকান পুড়ে গেছে। বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার সময় শিকারপুর ইউনিয়ন কুইয়াশ ৯ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি হাসপাতালের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক স্থানীয় ইউপি সদস্য লোকমান হাকিম। তিনি জানান, রাতে ওই এলাকার রাজিব, সাদ্দাম, জিকোসহ অন্যদের কুলিং কর্নার, চা দোকানে অগ্নিকাণ্ডে দোকানের মালামালসহ সব পুড়ে যায়। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায় নি। খবর পেয়ে পাশের বেসরকারি হাসপাতালের ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগে সব দোকান পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ১০ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পূর্বকোণ/পিআর