চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মহেশখালীতে ৬ আসামি গ্রেপ্তার, নিরাপদ অবস্থানে সন্ত্রাসীরা

মহেশখালী সংবাদদাতা

৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী কালারমারছড়ায় অভিযান চালিয়ে ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হল- কালারমারছড়া নুনাছড়ি এলাকার মৃত বখতেয়ার আহমেদের ছেলে মো. ঈসমাইল ও ফরিদ আলম, একই এলাকার কাছিম আলীর ছেলে জয়নাল আবেদীন, রহমত আলীর ছেলে শাহাব উদ্দিন, ইয়াকুব মিয়ার ছেলে নুরুল ইসলাম প্রকাশ টুইট্টা ও আলী আহমেদের ছেলে মো. তোফান।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, বিশেষ অভিযান চালিয়ে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চিহ্নিত আসামিরা টিকতে না পারে নিরাপদ অবস্থানে সটকে পড়েছে। সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট