চট্টগ্রামের মিরসরাইয়ে রাত হলেই চুরি নিত্যদিনের ঘটনা। প্রতিদিন চুরির ঘটনা বেড়েই চলেছে। গরু, মোটরসাইকেল ও সিএনজি চুরির ঘটনার শিকার হচ্ছে এই উপজেলার মানুষ।
সর্বশেষ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমতাবাদ গ্রামের তমিজ উদ্দিন মাঝি বাড়ির উঠোনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যায় চোরের দল।
এ ঘটনায় গাড়ির চালক শামসুল হক মিরসরাই থানায় একটি জিডি করার প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের বসিন্দা শামসুল হক দীর্ঘ ১৮ বছর ভাড়ায় অন্যের গাড়ি চালায়। প্রতিদিনের ন্যায় রাতে গাড়িটি বাড়ির উঠোনে রেখে ঘুমিয়ে পড়েন। চোরের দল গভীর রাতে তা চুরি করে নিয়ে যায়।
অটোচালক শামসুল হক বলেন, ‘রাত ২টায় বাথরুমে যেতে দেখেছি সিএনজি উঠোনে ছিল। পরবর্তীতে ভোর ৫টায় ঘুম থেক উঠে দেখি উঠোনে থাকা সিএনজি নেই৷ আমার প্রতিবেশী আবু মোতালেব থেকে জানতে পারি তিনি রাত ৩টায় সিএনজি স্টার্ট দেয়ার শব্দ শুনেছিলেন। আঞ্চলিক সড়কের পাশে আমাদের বাড়ি। রাতভর কত গাড়ি চলাচল করে৷ তাই তিনি আর বের হননি।’
এর আগে উপজেলার ইছাখালী, মঘাদিয়া, মিরসরাই পৌরসভা,খইয়াছরা ইউনিয়নে একাধিক চুরির ঘটনা ঘটে।
মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় জানান, সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অবশ্য ইতোমধ্যে উপজেলাব্যাপী চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ