চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চন্দ্রঘোনায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাপ্তাই সংবাদদাতা

৪ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থেকে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন কান্তি দে ওরফে বৈদ্য মিলনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মিলন কান্তি দে ওরফে বৈদ্য মিলন রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়ন এর ছাগলখাইয়া এলাকার বাসিন্দা।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৮ টায় চন্দ্রঘোনা থানা এলাকাধীন ছাগলখাইয়া বটতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন কান্তি দে ওরফে বৈদ্য মিলনকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে আজ বুধবার সকালে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট