চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে গাছের সঙ্গে বাইকের ধাক্কা, কলেজছাত্রের মৃত্যু

নাজিরহাট সংবাদদাতা

৪ ডিসেম্বর, ২০২৪ | ৩:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে পৌরসভার রাঙামাটিয়া রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত মো. জুবায়ের (১৯) ফটিকছড়ি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও কাঞ্চননগর ইউনিয়নের পল্লানপাড়া ৩ নম্বর ওয়ার্ড মধ্য কাঞ্চননগর গ্রামের মো. খোরশেদ সওদাগরের ছেলে।

 

নিহত কলেজছাত্রের প্রতিবেশী রাকিব জানিয়েছেন, দুপুরে বাড়ি ফেরার পথে পৌরসভার রাঙামাটিয়া রাবার বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় জুবায়ের। দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, আহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় তার হাত-পা ভেঙে যাওয়ায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট