চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে বিকাশের দোকানের লাখ টাকা চুরি, গ্রেপ্তার ১

বোয়ালখালী সংবাদদাতা

৪ ডিসেম্বর, ২০২৪ | ১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বিকাশের দোকানের ক্যাশবাক্স থেকে লাখ টাকা চুরির ঘটনায় মো.আমির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরির নগদ ৮৭ হাজার টাকা, ১৯ টাকা মূল্যমানের ১২০টি রিচার্জ কার্ড এবং ১৪ টাকা মূল্যমানের ২০টি রিচার্জ কার্ড ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) অভিযান চালিয়ে আমিরকে গ্রেপ্তার করা হয়। সে নগরীর চান্দগাঁও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মোহরার অসীম মিস্ত্রি বাড়ির আব্দুস সালামের ছেলে।

 

জানা গেছে, গত ১ ডিসেম্বর দিন দুপুরে উপজেলা শাকপুরা চৌমুহনী বাজারের মেসার্স লোকনাথ স্টোরের ক্যাশবাক্সের তালা ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোর। এ ঘটনার সিসি ক্যামরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অপরাধী শনাক্তে মাঠে নামে পুলিশ।

 

ভুক্তভোগী দোকানদার বলেন, ওইদিন মোবাইল ফোনে এক ব্যক্তি জানায়, একটি পার্সেল এসেছে তা দ্রুত নিয়ে যেতে। পার্সেল গ্রহণ করতে দোকান থেকে বের হয়ে নির্ধারিত ঠিকানায় যাই। সেখানে কেউ ছিলো না। পরে দোকানে ফিরে এসে দেখি ক্যাশবাক্সের তালা ভাঙা। নগদ প্রায় দুই লাখ টাকা উধাও।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গ্রেপ্তার আমির প্রাথমিকভাবে জানিয়েছে, ১ লাখ ১ হাজার টাকা চুরি করেছে। এর মধ্যে আমির ১৪ হাজার টাকা দিয়ে মোবাইল সেট ক্রয় করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট