পেকুয়ায় ডিএমসি, এসএমসি এবং সিপিপির জন্য প্রত্যাশিত পদক্ষেপ-সক্ষমতা শক্তিশালীকরণবিষয়ক এবং প্রারম্ভিক সতর্কতা ও প্রস্তুতির ওপর কমিউনিটি লেভেল সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় মইয়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুশীলন এবং সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে কোরআন তেলোয়াত করেন মৌলানা জামাল হোসেন।
সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ হোসেনে সভাপতিত্বে ও সুশীলনের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি কাজী ইকবাল সোবহানের সঞ্চালায় এতে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আজিম, সিপিপির সদর ইউনিয়নে ডেপুটি টিম লিডার মোহাম্মদ হাসমত আলী, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, সুশীলন কুতুবদিয়া প্রতিনিধি মনিরুল ইসলাম বাবু, সিপিপি ১ নম্বর ওয়ার্ডের সদস্য আমিরুল ইসলাম, সাংবাদিক মো. শাহজামাল, মাস্টার মোহাম্মদ ইদ্রিস, ৩ নম্বর ওয়ার্ড সিপিপির সদস্য হারুন উর রশিদ ও শের আলী। সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সিপিপির সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ