চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মুক্তিপণ নিতে এসে অপহরণকারী আটক

টেকনাফ সংবাদদাতা

৩ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতে গিয়ে অপহরণকারী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। অপহরণকারী চক্রের সদস্যকে নিয়ে পাহাড়ে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফ সদর ইউপির একটি নির্জন স্থানে দাবিকৃত মুক্তিপণের টাকা আনতে গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার মো. শফিক টেকনাফ সদর ইউপির উত্তর লম্বরীর মৃত নুরুল ইসলামের ছেলে। পরে তার স্বীকারোক্তিতে লম্বরী পাহাড়ে অভিযান চালিয়ে ভিকটিম হ্নীলা ইউপির লেদার মো. ইউছুপের ছেলে জামাল হোসনকে উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, গতকাল সিএনজিচালিত অটোরিকশাযোগে হ্নীলা থেকে প্রয়োজনীয় কাজে টেকনাফ এসে জামাল হোসন অপহরণের শিকার হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে পুলিশ কৌশলে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্যসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, মুক্তিপণ নিতে আসা অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেপ্তারের পর পাহাড়ে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট অপরাধের ধারায় মামলা দায়েরের পর ধৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট