চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

মহেশখালী সংবাদদাতা

৩ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ও ব্যবস্থাপনা ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় গোরকঘাটা বাজারে এই অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপক ত্রিপুরা।

 

এ সময় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ও ব্যবস্থাপনা ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে মেসার্স রায়হান ফার্মেসিকে ৩০ হাজার টাকা, এন আলম ফার্মেসিকে ৩০ হাজার ও এন আলম প্লাস ফার্মেসিকে ৪০ হাজারসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপক ত্রিপুরা জানান, তিন ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট