চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে ক্ষতিকর হাইড্রোজ রাখায় ৪ দোকানিকে জরিমানা

মিরসরাই সংবাদদাতা

৩ ডিসেম্বর, ২০২৪ | ৮:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

 

এ সময় অননুমোদিত ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’, কাপড়ের রং ইত্যাদি বিক্রয়ের জন্য চৌধুরী স্টোরকে ৪ হাজার টাকা, হেলাল স্টোরকে ৪ হাজার টাকা, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অননুমোদিত ওষুধ বিক্রয়ের জন্য সালেহা মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং পচা-বাসি মিষ্টি, দই ইত্যাদি বিক্রয়ের জন্য জমজম সুইটসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য ধ্বংস করা হয়েছে।

 

পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট