চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে চারটি ধারালো ছুরিসহ পাঁচ ছিনতাইকারী আটক

কক্সবাজার প্রতিনিধি

৩ ডিসেম্বর, ২০২৪ | ৫:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারে পুলিশের অভিযানে পাঁচজন সদস্যের একটি ছিনতাইকারী চক্র ধরা পড়েছে। তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি এবং একটি টমটম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে কক্সবাজার শহরের ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড়ে শহর পুলিশ ফাঁড়ির এসআই (নি.) সৌরভ বড়ুয়ার নেতৃত্বে একটি টহলদল চক্রটিকে আটক করে।

আটক ছিনতাইকারীরা হল- মো. সাহেদ হোসেন (১৮), মো. রহিম (১৯), মো. রাকিব (১৯), শহীদ হোসাইন (২৫) এবং মো. আব্দুর রহিম (১৬)। তাদের মধ্যে মো. সাহেদ, মো. রহিম এবং মো. রাকিব কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার বাসিন্দা। শহীদ হোসাইন কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের হাসপাড়ার বাসিন্দা এবং মো. আব্দুর রহিম মহেশখালী উপজেলার কুতুবজোম চর পাড়ার বাসিন্দা।

জানা গেছে, চক্রটি কক্সবাজার শহরে এবং আশপাশের এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটাতে জড়িত ছিল।

কক্সবাজার জেলার এসপি মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রুপটি কতদিন ধরে ছিনতাইয়ের কাজে জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট