চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে দুষ্কৃতকারীদের হামলায় এসআইসহ ৩ পুলিশ আহত, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর, ২০২৪ | ৫:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলায় এক এসআইসহ তিন পুলিশ আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রাতে চিকদাইর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কাদের ফোর্সসহ রাত্রিকালীন ডিউটি করার সময় দেখতে পান হলদিয়া ইউনিয়নের জানি পাথর বাজার এলাকায় (রাউজান থানার মামলা নম্বর- ১৪ (৯)২৪’র মামলার আলামত) একটি মোটরসাইকেল রাখা আছে। তিনি সঙ্গীয় ফোর্সসহ মোটরসাইকেলটি উদ্ধার করতে গেলে এলাকার বিএনপি নামধারী মো. ফোরকানের নেতৃত্বে কতিপয় ৩০-৪০ জন দুষ্কৃতকারী এসআই আব্দুল কাদেরের সাথে বাদানুবাদে জড়ায় এবং ধস্তাধস্তি শুরু করে। ঘটনাটি থানায় অবহিত করলে জরুরি ডিউটিতে থাকা এসআই খোরশেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসার পথে ফোরকানের নেতৃত্বে পুলিশের গাড়িতে হামলা ও পুলিশ সদস্যদের মারধর করে। এতে আহত হন এসআই মো. আব্দুল কাদের, পুলিশ সদস্য রাসেল দে ও শাহরিয়ার। পরে খবর পেয়ে রাউজান থানার ওসি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করিতেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, এই ঘটনায় চিহ্নিতসহ ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট