চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

যৌথ বাহিনীর অভিযানে রাউজানের সন্ত্রাসী জানে আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪৫ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াপাড়ার সন্ত্রাসী জানে আলমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি উপজেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক।

 

গতকাল (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকা থেকে তাকে যৌথ বাহিনীর একটি দল গ্রেপ্তার করে বলে রাউজান থানা পুলিশ নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামি নোয়াপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া হাকিম চৌকিদার বাড়ির আবদুল ছালামের ছেলে।

 

এ প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর বলেন, রাতে (গতকাল সোমবার) আমাদের র‌্যাব-৭ জানিয়েছেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে জানে আলম নামের এক আসামিকে নগরী থেকে আটক করেছে। তাকে র‌্যাব-৭ থেকে রাউজান থানায় নিয়ে আসার জন্য (সোমবার রাতে) পুলিশ পাঠানো হয়েছে।

 

থানার ওসি এ.কে.এম সফিকুল আলম চৌধুরী রাতে বলেন, জানে আলম আটক হয়েছে, তার বিরুদ্ধে বেশকিছু মামলার সন্ধান পাওয়া গেছে। আরো কিছু মামলা থাকতে পারে। তা খতিয়ে দেখছি।

 

একটি সূত্রে, জানে আলমের বিরুদ্ধে গত কয়েক মাসে বীর মুক্তিযোদ্ধা মরহুম খায়েজ আহমেদ পরিবারে গুলি, চাঁদা দাবি নিয়ে দুটি মামলা ও স্বেচ্ছাসেবক দল নেতা ইউসুফ তালুকদারের উপর হামলাসহ বিভিন্ন নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তিনটি মামলার কথা তাৎক্ষণিকভাবে জানা গেছে।

 

অভিযোগ রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর নোয়াপাড়ায় বিএনপির দু’গ্রুপে বার বার গুলি, হামলা, অপহরণের একটি অংশের নেতৃত্বে ছিল গ্রেপ্তারকৃত জানে আলম। সে পলাতক সন্ত্রাসী ফজল হকের ছোট ভাই এবং বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারী। তার গ্রুপের উপজেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদকও এই জানে আলম।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট