চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সেন্টমার্টিনে ভেসে এল যুবকের মরদেহ

টেকনাফ সংবাদদাতা

২ ডিসেম্বর, ২০২৪ | ১১:২৪ অপরাহ্ণ

সেন্টমার্টিন সমুদ্র সৈকতে এক যুবকের মরদেহ ভেসে এসেছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স ২৫-৩০ বছর হতে পারে।

 

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সেন্টমার্টিনদ্বীপের সিটিবি পয়েন্টে মরদেহটি ভেসে আসে বলে জানান সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর।

 

স্থানীয়দের বরাতে তিনি বলেন, অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহে রয়েছে একটি কালো রঙের টিশার্ট ও জিন্সের প্যান্ট।

 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জোয়ারের পানিতে দ্বীপের পশ্চিম সৈকত দিয়ে একটি মরদেহ ভেসে এসেছে বলে স্থানীয়দের কাছে জেনেছি। লাশটি উদ্ধার করতে পুলিশে খবর দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট