চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

নাজিরহাট সংবাদদাতা

২ ডিসেম্বর, ২০২৪ | ১১:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের খাগড়াছড়ি সড়কের ব্রাক্ষ্মণহাট রোডের সামনে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ আব্দুল হালিম মিয়া (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টায় ঘটনাটি ঘটে।

 

নিহত উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড একখুলিয়া গ্রামের বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে। তিনি নাজিরহাট বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

 

নাজিরহাটের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

 

জানা গেছে, ঘটনাস্থলে আগে থেকে একটি পাথর বোঝাই ট্রাক পার্কিং করা অবস্থায় ছিল। নিহত ব্যবসায়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে দণ্ডায়মান ওই ট্রাকটির সাথে ধাক্কা লেগে ঘটনাটি ঘটে। ট্রাকটি পার্কিং করা থাকলেও কোন লাইট ছিল না এবং স্থানটি অন্ধকার ছিল বলে স্বজনরা জানিয়েছেন।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট