চট্টগ্রাম সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা

বিজ্ঞপ্তি

২ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে ইউনিয়ন শাখার পক্ষ থেকে আসবাবপত্র প্রদান করা হয়।

 

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এসব আসবাবপত্র তুলে দেওয়া হয়। এ সময় জামায়াত ইসলামী নেতৃবৃন্দ বলেন, এটা আমাদের শরিক হওয়া। তাদের পাশে সকলকে সহযোগিতা নিয়ে আসার অনুরোধ করেন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন, অধ্যক্ষ মাওলানা আবদুল ছালাম আনোয়ারী, হাফেজ মোহাম্মদ মাঈনুদ্দিন, মোহাম্মদ হোছাইন এলাহি, হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট