চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে ফিফার অর্থায়নে আন্তর্জাতিক মানের ‘ফুটবল টেকনিক্যাল সেন্টার’

কক্সবাজার সংবাদদাতা

২ ডিসেম্বর, ২০২৪ | ৯:২৫ অপরাহ্ণ

বিশ্ব ফুটবলের মানচিত্রে কক্সবাজারকে উজ্জ্বল করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ফিফার অর্থায়নে রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নে নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক ফুটবল টেকনিক্যাল সেন্টার। এই প্রকল্পের মাধ্যমে দেশের ফুটবল উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।

 

বাফুফের একটি প্রতিনিধি দল সোমবার (২ ডিসেম্বর) স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছে। দলটি জানিয়েছে, ১৯.১ একর জায়গায় নির্মিত হতে যাওয়া এই সেন্টারে দুটি খেলার মাঠ, আধুনিক জিম, সুইমিংপুল এবং পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ডরমিটরি থাকবে।

 

বাফুফের সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জানিয়েছেন, জমির সকল প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত নির্মাণ কাজ শুরু হবে। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় জমি বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। রামু উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. সাজ্জাদ জাহিদ রাতুল বিষয়টি তদারক করছেন।

 

প্রাথমিকভাবে রামুর খুনিয়া পালং এলাকা নির্বাচন করা হলেও পরিবেশগত কারণে তা বাতিল করে রশিদ নগরের সুবিশাল খেলার মাঠটি চূড়ান্ত করা হয়েছে। বাফুফের সহ-সভাপতি জানিয়েছেন, এই স্থানের পরিবেশ এবং জায়গার আয়তন একটি আধুনিক ফুটবল টেকনিক্যাল সেন্টারের জন্য আদর্শ।

 

রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ জাহিদ রাতুল জানিয়েছেন, বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করা হয়েছে। জমির আশপাশ বিষয়গুলো সমন্বয় করে সহসাই অগ্রগতি প্রতিবেদন দেয়া হবে।

 

স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেন, এটি কক্সবাজারের ফুটবলের জন্য যুগান্তকারী পরিবর্তন আনবে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট