চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে অর্ধ লক্ষ টাকাসহ ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

২ ডিসেম্বর, ২০২৪ | ৬:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আবু জাফর (৪৮) নামের এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাফর ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকার বুড়া হাজীর বাড়ির মৃত শহীদুল হকের ছেলে।

 

সোমবার (২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের আলীখীলস্থ রাউজান ব্রিক মেনুফেকচার নামে ইটভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার আবু জাফর ইট ভাটার মালিক এস.এম শহিদুল্লাহর কাছে ত্রিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি বিভিন্ন সময় ঝামেলা এড়াতে জাফরকে বিশ হাজার টাকা চাঁদা প্রদান করেন। জাফর শহীদুল্লাহর কাছে পুনরায় চাঁদার জন্য চাপ দিতে থাকে। আজ দুপুরে জাফর তার ইটভাটায় গিয়ে চাঁদা দাবি করলে তিনি তাকে ৫০ হাজার টাকা দেন। এতে সন্তুষ্ট না হয়ে সে আরও চাঁদা চাইলে শহীদুল্লাহ ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ গিয়ে তাকে ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তি আবু জাফরের বিরুদ্ধে ইটভাটা মালিক বাদী হয়ে চাঁদাবাজি মামলা দায়ের করেছেন। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট