চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

২ ডিসেম্বর, ২০২৪ | ৫:২৫ অপরাহ্ণ

কক্সবাজার শহরে একটি অভিযানে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি, দুটি একনলা বন্দুক দুই রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (২ ডিসেম্বর) সকালে সুগন্ধা বীচ সংলগ্ন প্রাসাদ প্যারাডাইস রেস্টুরেন্টের বিপরীতে ঝাউবাগান এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মহেশখালীর উত্তর ঘোনাপাড়া, ঘোরকঘাটা এলাকার বাসিন্দা জকরিয়া সওদাগরের ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪), মহেশখালীর ছোট মহেশখালীর লাম্বাঘোনারে ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই এলাকায় ইকবাল ও আরমান নামে দুই যুবক ঘুরার সময় সন্দেহভাজন দেখে আটক করা হয়। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

মহেশখালীর কয়েকজন স্থানীয়দের বরাতে ও বিশ্বস্ত গোপন সূত্রে জানা যায়, মহেশখালীতে অস্ত্রব্যবসার আড়ালে কয়েকজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ীসহ কিছু সন্ত্রাসী ও ডাকাতদলের সদস্য পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত। গত ১ ডিসেম্বর রবিবার মহেশখালীতে অস্ত্র উদ্ধারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন ইয়াবা ব্যবসায়ী ও মকসুদ ডাকাতের নাম উঠে এসেছে। অনেকের ধারণা তাদের গ্রেপ্তারপূর্বক রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রব্যবসায়ীদের গোড়া ধরা যেতে পারে।

 

পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা সতর্ক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের ঘটনায় আরও যারা অধরা রয়েছে সেসব জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট