‘স্বাধীনতা এনেছি সংস্কার আনব’এই প্রতিপাদ্য বিষয়ে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাবের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ ক্লাবের উদ্বোধন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশননার (ভুমি) মুহাম্মদ মেজবাহ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেম, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আকিব হাসান মাহি। অনুষ্ঠানে উপজেলার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পিআর