বান্দরবানে শান্তিচুক্তির ২৭ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) শহরের রাজার মাঠে পক্ষে-বিপক্ষে কর্মসূচির মধ্য দিয়ে এ পূর্তি উদযাপন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদ আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সালিম রাজা নিউটন, আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন।
এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সরকারের পক্ষে পায়রা উড়িয়ে চুক্তির বর্ষপূর্তি উদযাপন করে পার্বত্য জেলা পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল জামশেদ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।
এছাড়া শান্তিচুক্তির বিভিন্ন ধারা সংস্কার ও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ইউপিডিএফ গণতান্ত্রিক দল বালাঘাটায় সমাবেশ করেছে।
পূর্বকোণ/ইব