চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় দু’পক্ষের বিরোধে প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা, গুলিবিদ্ধ ৩

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৭ অপরাহ্ণ

তুচ্ছ ঘটনার বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. সেকান্দর মামুন চৌধুরী (৪২) নামের এক প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে উপজেলার সরফভাটা ইউনিয়নের আলমগীর চেয়ারম্যান বাড়ির মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় মাহাবুব (৩৮), ইমরান (৩৭) ও শুক্কুর (১৬) নামের আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

রবিবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে সরফভাটা ইউনিয়নের ইত্যাদি মোড়ে এই ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় আলমগীর চেয়ারম্যান বাড়ির সিএনজি চালক মো. কুদ্দুসের (৪০) সাথে পাশের গ্রাম দক্ষিণ পাড়ার এক রিকশাচালকের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দু’পক্ষের মাঝে বিরোধের সৃষ্টি হয়। আজ রবিবার সন্ধ্যায় দক্ষিণ পাড়ার মো. হাছান ও মো. হুমায়ুন বিষয়টি মিমাংসা করতে আসেন। এ সময় দুপক্ষের মাঝে আবারো কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে আলমগীর চেয়ারম্যান বাড়ির সদ্য প্রবাস ফেরত যুবক সেকান্দর মামুন চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন প্রতিপক্ষ। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি চলছে বলে স্থানীয় নুরুল আজিম জানান।

 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

 

পূর্বকোণ/জিগার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট