চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মাস্টারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তার অন্যজন হলেন- জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন।
মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) দীপ্তেশ রায় জানান, রেজাউল করিম মাস্টার ও মোশারফ হোসেনকে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে ডবলমুরিং থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর মিরসরাই থানায় হস্তান্তর করা হয়। রেজাউল করিমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মিরসরাই থানায় তিনটি ও জোরারগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। এছাড়া মোশারফকে অন্য মামলায় অজ্ঞাত আসামি দেখানো হয়।
পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ