চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

এবার মিরসরাইয়ের সেই যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের মামলা

মিরসরাই সংবাদদাতা

১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামায়াতের কর্মী সম্মেলনে হামলার ঘটনায় পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

 

শনিবার দিবাগত রাতে মিরসরাই থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার বাদী মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিন।

 

মামলার অন্যান্য আসামিরা হলেন- শাহ আলম (৪৫), বাবুল (২৭), পাভেল (২০), হাসান (২৪), শাহারিয়ার (১৯), রিয়াজ (২৭), তারেক (২৪), মাসুম (২২), মনা (২২), নিনর (৪২), জাহেদ (২৬), আলাউদ্দিন (৩০), সাদ্দাম (২২), শাকিব (২৩), নাহিদ (৩০), আরমান (২৮), রাকিব (২৪), বাবু (৩০) ও শরীফ (২২)।

 

মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিন বলেন, গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামায়াতের কর্মী সমাবেশে স্থানীয় বিএনপি নেতা শাহ আলম ও পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লাঠিসোঁটা দিয়ে জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। হামলায় এক সাংবাদিকসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এই হামলার ঘটনায় দলীয় সিদ্ধান্তে মিরসরাই থানায় একটি মামলা করেছি।

 

মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় বলেন, শুক্রবার সন্ধ্যায় জামায়াতের সমাবেশে হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা নম্বর-১ দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

উল্লেখ্য, গত শুক্রবার বিএনপির অনুমতি না নেয়ার অভিযোগ করে পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে হামলা চালায় স্থানীয় যুবদল নেতা কামরুল হাসান। গতকাল সেই যুবদল নেতার নেতৃত্বে হামলার প্রতিবাদ এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে স্থানীয় জামায়াত। একইদিন রাতে যুবদলের আহ্বায়ক কামরুল হাসান তার বাড়িতে হামলার অভিযোগ করেন। হামলায় তার পরিবারের সদস্যসহ ছয়জন আহত হয় বলেও জানান তিনি।

 

 

পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট