চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সর্বস্ব হারিয়ে দিশেহারা রাউজানের ৭ দোকানি

রাউজান সংবাদদাতা

১ ডিসেম্বর, ২০২৪ | ৭:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে চিকদাইরে আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

আগুনে মো. আব্বাস আলী খাঁনের মুদির দোকান, মো. আক্কেল আলীর মুদির দোকান , মো. ফারুক চায়ের দোকান, মো. শহর আলী চায়ের দোকান, মো. সাবের আলীর মেশিনারি ও মেক্যানিক্যাল দোকান, ডা. সাধন দাশের ঔষুধের দোকান, টিংকু দে’র সেলুন পুড়ে ছাই হয়ে যায়।

 

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, ভয়াবহ আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকাণ্ডে পণ্যসামগ্রী, আসবাবপত্র ও দোকানঘর পুড়ে অন্তত ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামসুল আলম বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট