চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে যুবদল কর্মীকে এলোপাতাড়ি কোপাল দুর্বৃত্তরা

রাউজান সংবাদদাতা

১ ডিসেম্বর, ২০২৪ | ৬:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে নাছির উদ্দিন (৪৫) নামে এক যুবদল কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে। তিনি যুবদলের কর্মী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

 

নাছির উদ্দিন উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া গ্রামের নুর বক্স ড্রাইভারের বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা রাউজানে যুবদল কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন ও তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

 

আহত নাছির উদ্দিনের স্ত্রী বেদুরা বেগম বলেন, শনিবার রাত ৯টায় আমার স্বামী বাজার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। আগে থকে ওত পেতে থাকা মুখোশধারী সন্ত্রাসীরা আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে মাথায় মারাত্মক জখম করে মৃত ভেবে পালিয়ে যায়। পরে আমার স্বামীর জ্ঞান ফিরলে চিৎকার করেন। আমি গিয়ে দেখি উনি রক্তাক্ত। তিনি শুধু বলেছেন, মুখোশপরা অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়েছে। এরপর তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি। বতর্মানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

 

আহত নাছির কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি।

 

এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর বলেন, ‘এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট