চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

টেকনাফ সংবাদদাতা

৩০ নভেম্বর, ২০২৪ | ৯:৩৪ অপরাহ্ণ

টেকনাফে পানের বরজে সেচ দিতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল আলম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

 

মৃত নুরুল আলম গুচ্ছগ্রামের লাল মিয়ার ছেলে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সকালে নুরুল আলম বাড়ির পেছনে পানের বরজে সেচ দিতে যান। এ সময় বাড়ির বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে শক লেগে ছিটকে পড়েন। পরিবারের লোকজন নুরুল আলমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট