চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দীর্ঘ ১৫ বছর পর খুলল কমর আলী শহীদ জিয়া স্মৃতি সংসদ

মিরসরাই সংবাদদাতা

৩০ নভেম্বর, ২০২৪ | ৯:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে কমর আলী শহীদ জিয়া স্মৃতি সংসদ স্থাপিত হয় ১৯৯১ সালে। ২০০৯ সাল থেকে রাজনৈতিক রোষানলে বন্ধ হয়ে যায় সংগঠনটি।

 

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কমর আলী বাজারে ফের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

কমর আলী শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আবদুল ছালামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

 

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুর রহিম বেলাল, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন ও কমর আলী শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবুল কালামের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম চেয়ারম্যান, সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী ও হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক।

 

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট নেত্রী স্বাধীনতার ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে বিকৃতভাবে উপস্থাপন করেছে।

 

প্রধান বক্তার বক্তব্যে উপজলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক ছিলেন জিয়াউর রহমান। আওয়ামী সরকার সেই ইতিহাসকে মুছে দিয়েছেন। সত্যকে কখনো চাপিয়ে রাখা যায় না। পুতে ফেলা সত্য আজ আবার জাতির সামনে উপস্থাপন হচ্ছে।

 

শাহীদুল ইসলাম বলেন, দলের নাম করে যারা চাঁদাবাজি করে সন্ত্রাসী কার্যক্রম করে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে। জনগণের কাছে দলের নাম ডুবাবেন না। জনসম্পৃক্ততা বাড়ান, জনগণের কল্যাণে কাজ করুন।

 

 

পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট