চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে স্ক্র্যাপ লোহার ভেতরে বোমা সদৃশ্য বস্তু

সীতাকুণ্ড সংবাদদাতা

৩০ নভেম্বর, ২০২৪ | ৮:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি রিরোলিং মিলসে আমদানিকৃত স্ক্র্যাপ লোহার মধ্যে বোমা সদৃশ্য একটি বস্তুর সন্ধান মিলেছে।

 

শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার বারআউলিয়ায় অবস্থিত বিএসআরএম কারখানার ভেতরে বস্তুটির সন্ধান পেয়ে কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি দায়ের করেছে। খবর পেয়ে পুলিশ বস্তুটি সরিয়ে নিরাপদ স্থানে রাখলেও বোম ডিসপোজাল ইউনিট না আসায় এটি নিস্ক্রিয় করা যায়নি।

 

থানা সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারআউলিয়ায় বিএসআরএম কারখানায় আমদানিকৃত স্ক্র্যাপ লোহা নিয়ে কাজ করার সময় ভেতরে একটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান কর্মীরা। এতে কারখানাটির এক্সিকিউটিভ এডমিন মো. আসহাদুল আলম থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে জিডি দায়ের হয়েছে।

 

তিনি বলেন, আপাতত এটি নিরাপদ স্থানে সরিয়ে রাখা আছে। আগামীকাল রবিবার বোমা নিস্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা আসার কথা রয়েছে। তারা এলে এটি নিস্ক্রিয় করা হবে।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট