চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ট্রাক থেকে নামিয়ে টেকনাফে ৬ শ্রমিককে অপহরণ

টেকনাফ সংবাদদাতা

৩০ নভেম্বর, ২০২৪ | ৭:২১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ট্রাক থামিয়ে দুর্বৃত্তরা ৬ শ্রমিককে অপহরণ করেছে। তবে অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজনের সন্ধান পাওয়া যায়নি। অপহৃতরা ট্রাকে মালামাল লোড-আনলোডের শ্রমিক।

 

শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সড়কের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটে।

 

টেকনাফের বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন স্থানীয়দের বরাতে বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাকে সাত থেকে আটজন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথে বাহারছড়া ঢালা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা চালকের সহকারীসহ ছয়জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুবৃত্তরা। স্থানীয়রা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজনের সন্ধান পাওয়া যায়নি। তাদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে কাজ চলছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট