চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মিরসরাই যুবদলের আহবায়ক কামরুলের গ্রেপ্তার দাবিতে জামায়াতের বিক্ষোভ

মিরসরাই সংবাদদাতা

৩০ নভেম্বর, ২০২৪ | ৮:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সভায় পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান বাহিনীর হামলার প্রতিবাদে এবং দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা এলাকার থানা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

 

উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বনফুল সুইটসের সামনে গিয়ে সমাবেশ করে। এ সময় কামরুল হাসানের গ্রেপ্তার দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

 

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবীর, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাজিদ চৌধুরী, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।

 

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এস রহমান স্কুলে চলছিল পূর্ব নির্ধারিত প্রোগ্রাম সাধারণ কর্মী সভাবেশ। সমাবেশ চলা অবস্থায় মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান ওয়ার্ড বিএনপি থেকে কেন অনুমতি নেয়া হয় নাই এমন অভিযোগে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে একজন সাংবাদিকসহ জামায়াতে ইসলামীর ১০ জন নেতাকর্মী আহত হন।

 

 

পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট