চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে: উপদেষ্টা

লোহাগাড়া সংবাদদাতা

২৯ নভেম্বর, ২০২৪ | ৯:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান চট্টগ্রাম আদালতের এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে সরকার। ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন।

 

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা চুনতি ইউনিয়নের ফারাঙ্গায় শহীদের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছেন তিনি।

 

ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন আরও বলেন, সাইফুল ইসলামকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে জোর তদন্ত কার্যক্রম চলছে। ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত টিম কাজ করে যাচ্ছেন। দোষীরা যেই হোক না কেন, তাদেরকে কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

 

তিনি আরও বলেন, যে কোন গুজব থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। শান্তি-শৃঙ্খলা সৌহার্দময় ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করে অরাজকতা সৃষ্টির জন্য দেশের মধ্যে একটি গোষ্ঠী অপতৎপরতা ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অপতৎপরতার বিরুদ্ধে সর্বশ্রেণির মানুষকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

 

ধর্ম উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন চ্যরটি অর্গানাইজেশন থেকে শহীদ সাইফুল ইসলামের পরিবারের জন্য কিছু সাহায্য-সহযোগিতা নিয়ে এসেছেন বলে উল্লেখ করেন তিনি। পরে ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন ও গণশিক্ষা বিষয়ক ধর্ম উপচেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শহীদের বাড়িতে যান। ওইখানে তারা নিহতের পরিবারের কাছে আলহাজ সামশুল হক ফাউন্ডেশনের ১ কোটি টাকার ফান্ডের পক্ষে থেকে আপাতত ১ লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশন’র পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক ও আল-মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লাখ টাকাসহ সর্বমোট ৭ লাখ টাকা প্রদান করেন ধর্ম উপদেষ্টা। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাছান, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট